ঢাকা (বিকাল ৩:৫৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা Clock শনিবার সন্ধ্যা ০৬:৪৫, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

সচেতনতা তৈরিতে পরিবহন চালক ও হেলপারদের জন্য এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাইওয়ে থানা পুলিশের আয়োজনে থানা ভবনের হলরুমে এ প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য দেন— হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নবযোগদানকৃত পুলিশ সুপার মো. খাইরুল আলম।

 

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন—

কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.রাজিউর রহমান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মো.কবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

প্রশিক্ষণ ও কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন— দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, হাইওয়ে থানার কমিনিউটি পুলিশিেংর সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি’র আহবায়ক সাংবাদিক লিটন সরকার বাদল ও সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT