ঢাকা (সন্ধ্যা ৭:২৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে পরিবহন শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock রবিবার ১২:০৩, ২৯ আগস্ট, ২০২১

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল সদরের সীমাখালী গ্রামে পরিবহন শ্রমিক নেতা মোঃ লিয়াকত হোসেন সিকদার (৫৫) কে কুপিয়ে হত্য করেছে সন্ত্রাসীরা।

শনিবার(২৮ আগষ্ট) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিয়াকত সীমাখালী গ্রামের সোহরাব সিকদারের ছেলে। লিয়াকত হোসেন সিকদার পরিবহণ শ্রমিক নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দিনগত রাত ৮টার দিকে আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের নবু শেখের বাড়ির কাছে মোঃ লিয়াকত হোসেন শিকদারকে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষরা কুপিয়ে ফেলে রেখে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT