ঢাকা (দুপুর ২:৩৭) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নেতা-কর্মীদের সাথে আ.লীগ নেতা সোমনাথ সাহার মতবিনিময়

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ১০:২৯, ১৫ জানুয়ারী, ২০২৪

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার বিকালে সোমনাথ সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠান উপজেলার আরএমজি ইন্টারন্যাশনাল এগ্রো লিমিটেড কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ৫২ হাজার ৫৬৬ ভোট পেয়ে পরাজিত হন। ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT