নাচোল উপজেলায় বিষাক্ত বোড়া সাপের দংশনে এক শিশুর মৃত্যু
সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সোমবার রাত ০৮:২৫, ১৭ আগস্ট, ২০২০
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিষাক্ত বোড়া সাপের দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের পূর্ব নেজামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ জানান, পূর্ব নেজামপুর গ্রামের কেতাবুলের সাড়ে ৩ বছরের শিশু সন্তান মোহাম্মদ আলী তার মায়ের সাথে বিছানায় ঘুমিয়ে ছিল। কিন্তু রবিবার দিবাগত রাত ৩টার দিকে শিশু মোহাম্মদ আলী হঠাৎ চিৎকার করে উঠে।
শিশুটির ডান হাতের আঙুলে রক্তপাত দেখে সাপের দংশন সন্দেহ করে রাতেই শিশুকে স্থানীয় কবিরাজের নিকট ঝাড়ফুঁক করান পরিবারের স্বজনরা। কিন্তু শিশুর অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসার জন্য নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে পরে বাড়িতে ফিরে মৃত শিশুকে ঘরের বাইরে শোয়ানোর সময় খাটের বিছানা উঠাতে গিয়ে চাদর ও বালিশের মধ্যখানে একটি আইল বোড়া সাপ দেখতে পায় শিশুর মা। শিশুর স্বজনরা বিষাক্ত বোড়া সাপটিকে মেরে ফেলে। এদিকে শিশু মোহাম্মদ আলীর মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।