ঢাকা (বিকাল ৫:২২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে সরকারি জায়গা দখলমুক্ত করলেন এসিল্যান্ড

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বুধবার রাত ১১:৫৭, ২৩ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাই‌লের নাগরপু‌রে ২৩ ডিসেম্বর বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত দখলদার‌দের কবল থে‌কে অ‌বৈধ স্থাপনা উ‌চ্ছেদ ক‌রে প্রায় ০.৭৭ শতাংশ সরকা‌রি জ‌মি উদ্ধার ক‌রেছ সহকারী কমিশনার ভূমি।এ সময় ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া হয় দখলদার‌দের ৩টি টি‌নের ঘর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূ‌মি) তা‌রিন মসরুরের নেতৃ‌ত্বে উ‌চ্ছেদ অ‌ভিযা‌নে সহযোগীতা ক‌রে নাগরপুর থানা পু‌লিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ব‌্যাপা‌রে উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) তা‌রিন মসরুর ব‌লেন, উপ‌জেলার ধুব‌ড়িয়া ইউ‌নিয়নের কাচারি বা তফসিল অ‌ফি‌সের প্রায় ০.৭৭ শতাংশ সরকা‌রি জ‌মি দীর্ঘদিন যাবৎ অ‌বৈধ ভাবে ভূ‌মি দখলদা‌রদের কব‌লে ছিল। ইতিপূ‌র্বে নো‌টিশ করা স‌ত্ত্বেও, তাদের দখ‌লে থাকা সরকারি জায়গায় অ‌বৈধ স্থাপনাগুলো না সারানোর ফলে, আজ আমারা ডি‌সি স‌্যা‌রের নি‌র্দেশে অ‌ভিযান প‌রিচালনা ক‌রেছি। ৩ জন দখলদারের কবল থেকে ৩‌টি ঘর উ‌চ্ছেদ ক‌রে সরকারি ভূমি উদ্ধার করি।

মানবিক দিক বি‌বেচনা ক‌রে উ‌চ্ছেদকৃত মালামাল অতি দ্রুত স‌রি‌য়ে নেয়ার আহবান জানান। অন্যথায় মালামাল জব্দ করা হ‌বে ব‌লে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT