ঢাকা (দুপুর ২:৩৩) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে মাস্ক বিতরণে ব্যস্ত তোফায়েল চেয়ারম্যান

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বুধবার সন্ধ্যা ০৭:৪১, ৯ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফায়েল হোসেন মোল্লা করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করন ও মাস্ক বিতরণে ব্যস্ত।

গত কয়েক দিন যাবৎ সহবতপুর ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করছে নির্বাচন কমিশন। তাই আজ ৯ ডিসেম্বর বুধবার সকালে বীর শলিল সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ প্রসঙ্গে স্মার্ট কার্ড নিতে আসা আগত জনসাধারণদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করনীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি স্মার্ট কার্ড নিতে যে সকল মানুষ মাস্ক না পড়ে লাইনে দাড়িয়ে ছিলেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

এ সময় তিনি আগতদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে লাইনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনে সেবা দাতাদের কাছ থেকে স্মার্ট কার্ড নিতে সার্বিক সহায়তা করেন।

সরকারের নো মাস্ক, নো সার্ভিসকে স্বাগত জানিয়ে এ বিষয়ে তিনি বলেন, আমাদের সম্মিলিত ভাবেই করোনা মোকাবিলা করতে হবে। তাই শ্রেণি, বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকে এই কাজে অংশগ্রহণ নিশ্চিত করে আজ আমরা এমন উদ্যোগ নিয়েছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT