নওগাঁয় হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ১১:১৭, ২৩ অক্টোবর, ২০১৯
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদিপ্তররে বিশেষ অভিযানে ৩৩ গ্রাম হিরোইনসহ ব্যবসায়ীকে জনকে আটক করা হয়ছে। বুধবার দিবাগত ভোর রাতে গোপন সংবাদরে ভিত্তিতে নওগাঁর নওগাঁ সদর উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে ৩জন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন রাজশাহী শহরের রাজপাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো.হাবিব (৩৫) ও একই এলাকার মৃত আলম হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২ ) এবং রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকার মৃত আহগর আলীর ছেলে রেজাউল রেজা ( ৩৫ ) পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এবষিয়ে নওগাঁ মাদকদ্রব্য নয়িন্ত্রণ অধদিপ্তররে সহকারী পরচিালক এ,কে,এম দদিারুল আলম বলনে, নওগাঁর সুযোগ্য জলো প্রশাসক মো.হারুন আর রশীদ এর সার্বিক দিক নির্দেশানায় আমাদের টিম এই অভযিান পরচিালনা করে। মাদক নিমূলে আমরা বন্ধপরিকর, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা।
তিনি আরও বলেন, মাদক মুক্ত নওগাঁ গড়তে সমাজের সকলকে এক যোগে কাজ করতে সে পরিবার থেকে শুরু করে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে । সেই মাদক গ্রহন, মাদক কেনা-বেচার তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকা।