ধর্মপাশায় ২৮২ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত
মোবারক হোসাইন, ধর্মপাশা, সুনামগঞ্জ মঙ্গলবার বিকেল ০৪:৫২, ১ সেপ্টেম্বর, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুর,ধর্মপাশা থানা মসজিদ পুকুর ও উপজেলার টগার হাওরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২৮২ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বেলা একটার দিকে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সালমুন হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,সেলবরষ ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন, পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান ফেরদৌসুর রহমান,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনোয়ার হোসেন খাঁন পাঠান প্রমুখ।