ঢাকা (দুপুর ২:৫৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক আস্থার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

রায়হান জামান রায়হান জামান Clock বুধবার রাত ১০:০৫, ১৭ মার্চ, ২০২১

১৬ মার্চ রাত এগারোটার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন দৈনিক আস্থার সম্পাদক আস্থা ভিশন লিমিটেডের এমডি ইফতেখার আহমেদ মালিবাগ রেলগেট এলাকায় তাকে লক্ষ্য করে কয়েকটি গাড়ি নিয়ে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে হামলা করে তাকে তার কর্মকাণ্ড থেকে পিছিয়ে আসার জন্য হুমকি দেয় এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়|

পরে তার দেহরক্ষী স্থানীয় জনতার বিষয়টি লক্ষ্য করলে তাকে বাঁচাতে ছুটে আসে এবং দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তার প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে চলে যায় ঘটনায় সম্পাদক ইফতেখার আহমেদ মানসিকভাবে ক্ষীণ হয়ে পড়ে শারীরিকভাবে আহত হন|

প্রাথমিকভাবে সম্পাদক আহমেদ কাউকে শনাক্ত করতে পারেনি। পরে স্থানীয় থানায় অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তির নামে একটি মামলা করার প্রস্তুতি নেয়। এমন কর্মকাণ্ডকে নেককার জঘন্য আখ্যায়িত করেছেন সাংবাদিকগণ। এতে ক্ষুব্ধ হয়ে পড়ে সারা বাংলাদেশের সর্বস্তরের সাংবাদিক দৈনিক আস্থার সকল সাংবাদিকগণ। তাদের দাবি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত জোরদার করা|




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT