ঢাকা (ভোর ৫:২৭) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দিনাজপুরে দুদকের নোটিশ পাচ্ছেন ৪ রাজনৈতিক নেতা এবং ৬ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:০৩, ৫ নভেম্বর, ২০১৯

এহসান প্লুটো, দিনাজপুর প্রতিনিধিঃ

দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুরের শীর্ষ ৪ রাজনৈতিক ব্যক্তি এবং ৬ জন পুলিশ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যেসব রাজনৈতিক নেতা দুদকের নোটিশ পাচ্ছেন তারা হলেন- দিনাজপুরের সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব, পৌরসভার ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মো. আক্তাতারুজ্জামান জামান এবং দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

পুলিশ কর্মকর্তারা হলেন- সদ্য স্ট্যান্ড রিলিজ হওয়া দিনাজপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম। এছাড়া যারা নোটিশ পাচ্ছেন- মনসুর আলী মণ্ডল (অবসরপ্রাপ্ত এসপি), রবিউল ইসলাম (জিআরপি ওসি), শাহরিয়ার (বর্তমান গাইবান্ধা থানার ওসি), দিনাজপুরের সাবেক ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সাদাকাতুল বারী (টি.আই) এবং দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।

সূত্র জানায়, সমন্বিত দুর্নীতি দমন কার্যালয় (দুদক) দিনাজপুর এর পাঠানো নোটিশে আগামী ৬ নভেম্বরের মধ্যে উল্লেখিতদের দুদক কার্যালয়ে এসে নোটিশের জবাব প্রদান করার কথা বলা হয়েছে।

জানা যায়, দিনাজপুরে বর্তমানে কর্মরত আছেন এবং এর পূর্বে যারা কর্মরত ছিলেন অথবা দিনাজপুরের বাসিন্দা কিন্তু দিনাজপুরের বাইরে চাকরি করেন এমন পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ পাঠানো হচ্ছে বলে জানা যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT