ঢাকা (বিকাল ৩:১৭) সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি)কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি)কুমিল্লা Clock শুক্রবার বেলা ১২:৫৭, ৮ সেপ্টেম্বর, ২০২৩

দাউদকান্দিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আহসান।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর কবির চৌধুরী,উপ-সহকারী-প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলম, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রজ্ঞা, মেধা আর দূরদর্শিতা দিয়ে সদ্য স্বাধীন দেশে মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে হলে জাতিকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নেন। বঙ্গবন্ধু দেশ থেকে নিরক্ষরতা দূর করতে এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেন।

সাক্ষরতা বিস্তারে আন্তর্জাতিক ফোরামের সঙ্গে একাত্বতা প্রকাশ করে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো সাক্ষরতা দিবস উদযাপিত হয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT