ঢাকা (রাত ১০:১১) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দি পৌরসভায় অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সন্ধ্যা ০৬:১০, ৬ নভেম্বর, ২০২৩

বিএনপি-জামাতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে গণ মিছিল করেছে দাউদকান্দি পৌরসভার আওয়ামী যুবলীগ।

কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশে সোমবার(৬ নভেম্বর) বিকালে পৌরসভা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ-আলম মুন্সী, নাজমুল হক খোকন সরকার ও মো. আল-আমিন সরকারের নেতৃত্ব্যে পৌরসভা বাজার এলাকায় বিএনপি-জামাতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও অবরোধ প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেছে।

 

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে একটি সমাবেশ হয়।এতে বক্তব্য দেন— উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর( অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া।

 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন—

কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, সাবেক জেলা ছাত্র লীগ নেতা মামুন আহমেদ, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরকার বাবু, হাসানপুর কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদ সরকার, যুবলীগ নেতা কাউয়ুম হোসাইন, মাজহারুল ইসলাম, সালাউদ্দিন সরকার, সবুজ মিয়া,রায়হান সরকার, সবুজ মিয়া, মেহেদী সরকার, হিমেল, মিয়া সৈকত মিয়া, শুভ সরকার, মমিন সরকার, সাইফুল সরকার, তপু সরকারসহ আরও অনেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT