ঢাকা (রাত ৩:৩১) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দি নিরাপদ সড়ক চাই থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ০১:২৮, ২৩ আগস্ট, ২০২৩

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখা থেকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নিসচা দাউদকান্দি শাখার উপদেষ্টা মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম-সেবা কে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে গৌরীপুর গ্রেট সুলতান রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সদস্য সচিব আলমগীর হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল।

 

বক্তব্য রাখেন—বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম-সেবা, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো,.রকিব উদ্দিন, নিসচা উপদেষ্টা আলহাজ মো. কামাল উদ্দিন, সদস্য মো.আলী আশরাফ খান, মোসাম্মৎ শেলিনা আক্তার, হোসাইন মোহাম্মদ দিদার, মোহাম্মদ হানিফ খান, মো.শফিউল বাশার সুমন, সাংবাদিক আবদুর রহমান ঢালী, সাংবাদিক শামীম রায়হান এবং বিশিষ্ট ব্যবসায়ী রিপন দেবনাথ।

 

উপস্থিত ছিলেন—নিসচা সদস্য মো. আবুল হাসান ফারুক, মো. ছাইদুর ইসলাম, নারায়ণ বনিক, তুষার ঘোষ, শ্যামল রায়, মো. ইব্রাহিম রাসেল, মো.ইব্রাহিম খলিল, মো. সফিকুল ইসলাম, মেহেদী হাসান আল-মাহদী, নবীর আদহাম, সঞ্জিত রায়, অসীম সরকার ও ইকরামুল হাসান প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা কে সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি একই জেলার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) পদে বদলি হয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT