ঢাকা (সকাল ১০:৪২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ড. ইউনুসকে প্রধান করে আইসিসিতে ৬৩ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় ২৪২ বার পঠিত
International Criminal Court
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock শনিবার সন্ধ্যা ০৬:৫৩, ৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস কে প্রধান করে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেট সিসিকের মেয়র ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামন চৌধুরী। দ্য ওয়াল নিউজের সূত্রে জানা যায়, নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এ মামলা হয়েছে।

মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছেন, নেদারল্যান্ডের আন্তর্জাতির ফৌজদারি আদালতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও আছে।

ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সব পুর সভার বোর্ড ভেঙে দিলেও আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেকে সিলেটে সিসিকের মেয়র বলে মামলায় উল্লেখ করেছেন। অভিযুক্ত ৬২ জনের মধ্যে ইউনুস ছাড়াও আছে তাঁর উপদেষ্টামন্ডলীর সদস্য এবং হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির নেতৃবৃন্দের নাম। মামলায় অন্তর্র্বতী সরকারকে ‘দখলদার সরকার’ বলে উল্লেখ করা হয়েছে।

মামলাকারীর তরফে আটশো পাতার নথিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ইউনুস সরকারের বিরুদ্ধে দলের নেতা-কর্মী এবং সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের অভিযোগ করেছে আওয়ামী লিগ। যদিও মামলাকারী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করেননি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT