ঢাকা (রাত ৮:৫৬) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় শিশু অধিকার সপ্তাহে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock শনিবার রাত ০২:৫০, ৯ অক্টোবর, ২০২১

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি প্রতিপাদ্যের আলোকে ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু অধিকার সপ্তাহে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া অফিসের উদ্যোগে শহরের গোবিন্দনগড় কার্যালয়ে এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বিশাল রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ব্যাটেল সরকার, প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারুল বেগম। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য,জেলার শিশুদের অধিকার সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন কর্মসূচির কাজকর্মে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT