জননেত্রী শেখ হাসিনার যখনই মন চায়,তখনই খেলাধুলা দেখতে মাঠে চলে আসেনঃ-বন ও পরিবেশ মন্ত্রী
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার শনিবার সন্ধ্যা ০৭:২৩, ৬ মার্চ, ২০২১
জননেত্রী শেখ হাসিনা যখনই মন চায় খেলাধুলা দেখতে চলে আসেন।মাঠে খেলাধুলা ভালোবাসেন বলেই আজ আমাদের দেশে ছেলেমেয়েরা বিশ্ব রেকর্ড করতেছে।
শনিবার (৬ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২১ এর সুরমা জোন পর্যায়ের (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এ কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপেজলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ আজমল হোসেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ও টুর্নামেন্ট কমিটি আহবায়ক মোহাম্মদ জাকারিয়া।
সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও ক্রিড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান।
কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ৯ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।