ঢাকা (রাত ৩:২৯) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ নেতাকে ডেকে এনে বেধড়ক মারলেন আ‘লীগ নেতা

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ১১:৩৩, ১৮ আগস্ট, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে মারপিটের অভিযোগ উঠেছে সোহরাব আলী মোল্লা(৫০) নামে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই ছাত্রলীগ নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মারধরের শিকার ওই ছাত্রলীগ নেতার নাম সাজেদুল ইসলাম সকাল(২২)। তিনি উপজেলার থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

অভিযোগ ও ভূক্তভোগি সূত্রে জানা গেছে,গত ১৬ আগস্ট সকালে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব আলী মোল্লা সহ কয়েকজন অজ্ঞাতনামা আসামী জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের প্রোগ্রাম থেকে কৌশলে ডেকে এনে ওই ছাত্রলীগ নেতাকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অফিস কক্ষে তিন ঘন্টা আটক রেখে বেধড়ক মারপিট করে শরীরের বিভিন্ন অংশে জখম করাসহ গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন।

অভিযোগে আরও উল্লেখ করে,সোহরাব আলী মোল্লাসহ অপর আসামীগণ বিষয়টি বাহিরে করো নিকট প্রকাশ করলে পরবর্তীতে তাকে জীবনে শেষ করে ফেলবে বলে হুমকি প্রদান করেন।এমতাবস্থায় তার গোংরানির শব্দ শুনে ঘটনাস্থলের আশপাশের লোকজন আসামীর হাত থেকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য উলিপুর হাসপাতালে ভর্তি করানো হয়।দুদিন চিকিৎসা শেষে বাড়ী ফেরেন ছাত্রলীগ নেতা সাজেদুল।

এ ঘটনার প্রতিকার চেয়ে আওয়ামী লীগ নেতা সোহরাব আলীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে উলিপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT