ঢাকা (রাত ১২:১৪) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার সন্ধ্যা ০৭:১১, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থার নির্বাহী পরিচালক ওমর ফারুক সহ একটি প্রতারক চক্র ‘মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পে’ চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার ভুক্তভোগী বেকার যুবক-যুবতীরা গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে আরিফুর ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, গাইবান্ধার বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থার নির্বাহী পরিচালক ওমর ফারুক গাইবান্ধা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় বিগত ২০১৯ সালের ৩১ শে জানুয়ারী তারিখে উক্ত সংস্থার অধিনে মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর প্রেক্ষিতে সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের বেকার যুবক-যুবতীরা উক্ত প্রকল্পে চাকুরির জন্য আবেদন করলে পরিচালক ওমর ফারুক সে সময় সাঘাটা হাসপাতালে কর্মরত হেলথ টেকনিশিয়ান (ইপিআই) আব্দুর রাজ্জাক এর সাথে যোগাযোগ করে বিভিন্ন পদের জন্য বিভিন্ন অংকের জামানতের টাকার বিনিময়ে চাকুরি দেয়ার আশ্বাস দেন। তাদের কথা মতো আমরা আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে বিভিন্ন পদে চাকুরির জন্য জামানতের টাকা সংস্থার পরিচালক ওমর ফারুকের হাতে দেই। পরবর্তীতে বিভিন্ন পদে চাকুরি নিয়োগপত্র প্রদান করে আমাদের কর্ম কিংবা চাকুরির বেতন না দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ বন্ধ করেন। সেই সুবাদে হেলথ টেকনিশিয়ান (ইপিআই) আব্দুর রাজ্জাক সাঘাটা উপজেলা হাসপাতাল থেকে বদলী নিয়ে অন্যত্র চলে যান। পরে আমরা সংস্থার নির্বাহী পরিচালক ওমর ফারুকের সাথে যোগাযোগ করে তার কাছে চাকুরির বেতন অথবা জামানতের টাকা ফেরৎ চাইলে তিনি বলেন- যাদের মাধ্যমে টাকা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন।

এমতাবস্থায় আমাদের ধারণা সংস্থার পরিচালক ওমর ফারুক ও ইপিআই আব্দুর রাজ্জাক এর যোগসাজসে চাকুরির প্রলোভন দিয়ে আমাদের টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু আমাদের কাছ থেকেই নয়, সংস্থার নির্বাহী পরিচালক ওমর ফারুক সহ একটি প্রতারক চক্র আত্মসাতের উদ্দেশেই আব্দুর রাজ্জাক মতো অসংখ্য দালালের মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার যুবক-যুবতীদের কাছ থেকে প্রকল্পের চাকুরির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সুতরাং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতি মূলক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সংস্থার নির্বাহী পরিচালক ওমর ফারুক সহ প্রতারক চক্রের সকল সদস্যকে দ্রুত গ্রেফতার করে বেকার যুবক-যুবতীদের টাকা উদ্ধারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT