চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, আটক ৫
এস এম সাখাওয়াত জামিল দোলন শুক্রবার রাত ০৮:১৩, ১৪ জুলাই, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক।
আটককৃতরা হচ্ছে- জেলার সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার জহুরুন নেছা ও মৃত ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭), শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মুলেকা বেগম ও মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার সেরিনা বেগম ও নাইমুল ওরফে চেন্টুর ছেলে দূরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের টগরী খাতুন ও আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫) এবং নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত গিনিয়ারা বেগম ও মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসানের নির্দেশনায় ১৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় জেলার শিবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স
উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তায় একটি পিক-আপ বা মিনি ট্রাক থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা পরিবহনের দায়ে ৫ জনকে হাতেনাতে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওদের বাবুল।