ঢাকা (সকাল ১০:২৪) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার রাত ১১:৪১, ২৭ নভেম্বর, ২০২৪

ভারতীয় চক্রান্তের অংশ হিসেবেই শেখ হাসিনা সরকার সেনাবাহিনীর ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করে তা বিডিআর বিদ্রোহের নাম দিয়ে মিথ্যা বানোয়াট বিচারের নামে প্রহসন করেছেন বলে অভিযোগ সাবেক বিডিআর সদস্যদের। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিডিআর কল্যাণ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও ক্ষতিগ্রস্থ বিডিআর পরিবারবর্গের আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ করেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। পরে মানববন্ধন শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদাণ করেন তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে ভারতের আজ্ঞাবহ করতেই হাসিনা সরকার পরিকল্পিতভাবে এ হত্যাকন্ড চালায়। এরপর তা বিডিআর বিদ্রোহ নাম দিয়ে শুরু করে প্রহসনের বিচার। যাতে নিরীহ নিরপরাধ ১৮ হাজার ৫ শত বিডিআর সদস্যকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার পাশাপাশি বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। অথচ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদের হত্যাকান্ডের বিষয়ে কিছুই জানতেন না বিডিআরে কর্মরত সদস্যরা।

 

বক্তারা অভিযোগ করে আরও বলেন, ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই শেখ মুজিব হত্যার প্রতিশোধ ও ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতে সেদেশের গোয়েন্দা সংস্থা ‘র’ এর মাধ্যমে এই হত্যাকন্ড চালিয়েছে। অথচ তার খেসারত দিতে হচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী দেশপ্রেমিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের। আর তাই মানববন্ধন থেকে সব নিরাপরাধ বিডিআর সদস্যদের কারামুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

 

এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিডিআর কল্যাণ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি নায়েক মো. আখতারুজ্জামান, সমন্বয়ক সিপাহী মেডিসিন মো. আব্দুল মতিন, প্রচার সম্পাদক মো. রুবেল রানা, যোগাযোগ উপদেষ্টা সিপাহী মো. সোহেল রানা, সদস্য সচিব ল্যান্স নায়েক মো. শফিকুল ইসলামসহ সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT