ঢাকা (রাত ১:৫৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ফলাফল ঘোষণার দাবিতে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০৮:৪০, ২৮ ডিসেম্বর, ২০২১

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে কারচুপির প্রতিবাদ ও ফলাফল ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পোলাডাঙ্গা গ্রামবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে পোলাডাঙ্গা গ্রামের প্রায় এক হাজার বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্সে নিয়ে চলে গিয়ে ফলাফল দেয়া হয়নি। এমনকি দুটি ভোট কেন্দ্রে ভোট ডাকাতি ও কারচুপি করেছে নৌকা প্রতীকের প্রার্থী ও তার লোকজন। ভোট কারচুপিতে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস কুদ্দুস মাস্টার, গ্রামপ্রধান মুশা হাজ্বি, সাবুরজান, মজিবুর রহমান, আকবর আলী, আব্দুর রহমান, দলদলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার, ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আরসেদ আলী খালেকসহ পোলাডাঙ্গা গ্রামবাসী। এর আগে পোলাডাঙ্গা বাজারে একই দাবীতে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরজেদ আলী ভুট্টু।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT