ঢাকা (দুপুর ২:০০) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে নির্মিতব্য রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করলেন সাবেক সাংসদ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৬:৩৫, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে শুরু হয়েছে রাবার ড্যাম নির্মাণ কাজ। এরই মধ্যে নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুততার সাথে। আর এই প্রকল্প বিভিন্ন সময়ে পরিদর্শন করেছেন জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ ফেব্রুয়ারী) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন রেহাইচর এলাকায় প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সফল সাংসদ মো. আবদুল ওদুদ বিশ্বাস। এ সময় তিনি প্রকল্পের কাজ ঘুরে দেখেন এবং যথাসময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন।

প্রকল্প পরিদর্শন শেষে তিনি জানান, জেলাবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। এই রাবার ড্যাম নির্মাণ হলে খরা মৌসুমে নদীর পানি শুকিয়ে যাবেনা। কৃষকরা তাদের জমিতে সেচের মাধ্যমে ফসল ফলাতে সক্ষম হবেন। এতে জেলার অর্থনীতিতে এক বিপ্লব ঘটবে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যানুযায়ী চাঁপাইনবাবগঞ্জবাসীর বহুল আকাংক্ষিত মহানন্দা নদীতে নির্মাণকৃত এই রাবার ড্যাম প্রকল্পটির নির্মাণ কাজ ২০২৩ সালের জুনের মধ্যে সমাপ্ত হবে বলে তিনি জানান।

রাবার ড্যাম প্রকল্প পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপ-সহকারী প্রকৌশলী মো. আরিফ সরকার, ঠিকাদার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামাল আবদুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আজমল আহসান রিমনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT