ঢাকা (সকাল ১০:১১) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে মডেল প্রেসক্লাবের সংবাদকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১০:৩৭, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে আগত নবাগত জেলা প্রশাসক একেএম গালিভ খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলায় কর্মরত মডেল প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় জেলা প্রশাসক বলেন, অতীতে যেখানেই আমি দায়িত্ব পালন করেছি তা ছিল আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর তা মোকাবেলা করে আজ আমি চাঁপাইনবাবগঞ্জের মতো একটি ছিমছাম গোছানো ছোট জেলাতে পৌঁছাতে পেরেছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে এবং আইন-শৃংখলা রক্ষায় জেলায় কর্মরত সাংবাদিকসহ সকলের সহযোগিতা একান্ত কাম্য। আর তাই জেলার উন্নয়নে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতাসহ বস্তুনিষ্ঠ এবং ভালো সংবাদ পরিবেশন উপস্থাপনের জন্য আহবান জানান নবাগত জেলা প্রশাসক।

সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা ক্রেস্ট প্রদান কালে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো.বদিউজ্জামান রাজা বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আলেক উদ্দিন দেওয়ানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT