ঢাকা (রাত ৮:২৬) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock সোমবার দুপুর ০৩:৩৬, ২৪ জুলাই, ২০২৩

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।

 

এ সময় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব উল আলম এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবর রহমান।

 

বক্তারা বলেন, মাছে ভাতে বাঙালী শব্দটি বর্তমানেও প্রচলিত। চাঁপাইনবাবগঞ্জের নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। জেলায় বড় মাছের পাশাপাশি বিভিন্ন ছোট মাছেরও চাষ হচ্ছে। এটা জেলার বাইরে বিক্রি করে অত্র অঞ্চলের চাষীরা লাভবান হচ্ছেন। ২০০৯-১০ অর্থ বছর থেকে চলতি বছর পর্যন্ত ৩০,৭৫২ জনকে মৎস্য বিষয়ক পরামর্শ দেয়া হয়েছে। আর তাই প্রকৃত মাছ চাষীদের সর্বাত্মক সহযোগিতার ক্ষেত্রে জেলা মৎস্য অধিদপ্তর সর্বদা সজাগ আছে বলে জানান মতবিনিময় সভার বক্তারা।

 

এর আগে সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জণে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে উপস্থাপনা উপস্থাপন করেন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।

 

সভায় জানানো হয় আজ সোমবার ২৪ জুলাই থেকে শুরু করে আগামী রবিবার ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণসহ জেলায় নানা ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

 

এ সময় মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT