ঢাকা (দুপুর ১২:৪৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার সন্ধ্যা ০৬:৫৬, ১৬ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার মোবারকপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশের আয়োজন করে।

CHAPAI KRISOK DOL PIC 16.11.24

এ সময় মোবারকপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সাইরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. তোসিকুল ইসলাম তোসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. গোলাম কবির।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর আওয়ামীলীগ সরকার কৃষকদের উন্নয়নের কথা বলে শুধু ধোকা দিয়েছে। কৃষকরা লাভবান হবেন এমন কোন প্রজেক্ট তারা বাস্তবায়ন করেনি। যা করেছে তা শুধু তাদের নিজেদের স্বার্থে পকেটে ভরেছে। আর তাই তারেক রহমানের নির্দেশে যে কোনো পরিস্থিতিতে কৃষক দলের নেতাকর্মীরা জনকল্যাণে কৃষক তথা জনগণের পাশে আছে এবং থাকবে।

কৃষক দলের সমাবেশে অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মোবারকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেম আলী, মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জানিবুল ইসলাম জৌসিসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT