ঢাকা (সন্ধ্যা ৬:৩৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:০৮, ৩১ অক্টোবর, ২০২১

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় পুলিশ সুপার এ.এইচ.এম আবদুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ ওঁরাও এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আতোয়ার রহমান।

বক্তারা বলেন, দেশ সেবায় সরকারের প্রশাসন পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে পুলিশ সদস্যরাই অভ্যন্তরীন আইন শৃংখলা রক্ষায় প্রশংসার দাবীদার। এখানে একটি কমন শ্লোগাণ রয়েছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। আর তাই পুলিশের পাশাপাশি জনতাকেও সাহায্যের মনমানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। কিন্তু কিছুকিছু সময় এমন হয়ে ওঠে যে এই জনতাই পুলিশের কাজকে বাধাগ্রস্থ করে। আর তাই কমিউনিটি পুলিশিং ডে তে পুলিশকে শত্রু না ভেবে তাদের কাজে বাধা না হয়ে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যতার সাথে কাজ করার আহবান জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম ফজলে-ই-খুদার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কমিউনিটি পুলিশিং কমিটির নব নির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব মো. মোখলেসুর রহমান, স্বাধীনতা চিকিৎসা পরিষদ-স্বাচীপের জেলা সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. আরিফুর রেজা ইমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জেলা কমিউনিটি পুলিশের নবনির্বাচিত সদস্য সচিব আলহাজ্ব মো. মোখলেসুর রহমানের হাতে ক্রেস্ট প্রদান এবং ভালো কাজের জন্য কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে সদর থানার এস আই মো. ফয়সাল আহমেদের হাতে সেরা সম্মাননা তুলে দেন পুলিশ সুপার আবদুর রকিব।

এদিকে দিবসটি পালনে জেলার শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা এবং কমিউনিটি পুলিশের সদস্য সচিব আব্দুল রাজিব রাজু।

এছাড়াও জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও কমিউনিটি পুলিশিং ডে পালনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT