চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিতের দাবীতে সংবাদ সম্মেলন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৮, ৩০ নভেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে কারচুপি হচ্ছে এমন অভিযোগ তুলে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান জেলার বিভিন্ন উপজেলা থেকে লোক এনে কেন্দ্র দখল করে রেখেছেন। তিনি বিভিন্ন কেন্দ্রে একাধিক এজেন্ট রেখেছেন। আমি মাঠ পর্যায় থেকে খবর পেয়েছি স্থানীয় লোকজন ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এখানে ভোটের নামে প্রহসন চলছে। চাঁপাইনবাবগঞ্জে আগে কখনও এমন নির্বাচন হয়নি। আর তাই এক্ষুনি এ নির্বাচন বন্ধ করে দেয়া হোক।’
তিনি আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আইজি, রাজশাহী বিভাগের ডিআইজির সঙ্গে কথা বলেছি। তাদেরকেও বলেছি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন সু্ষ্ঠু হচ্ছেনা। এ নির্বাচন বন্ধ করে দেয়ায় উওম। জেলায় এমন নির্বাচনে সহিংসতার কথা চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারকে জানাতে সকাল থেকে একাধিকবার মোবাইল ফোনে কল দিয়েছি। কিন্তু তিনি আমার ফোন কল রিসিভ করেননি।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম (নারিকেল গাছ) এবং নির্বাচনে নজরুল ইসলামের প্রধান এজেন্ট এ্যাডভেকেট রবিউল হক দোলন।
এ সময় সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত নারিকেল গাছ প্রতিকের নজরুল ইসলাম বলেন, ‘ভোট শুরুর পর আমি একটি কেন্দ্র পরিদর্শন করি। সেখানে গিয়ে দেখি প্রতিটা কক্ষে নৌকার দুজন করে এজেন্ট। আমি পুলিশকে ডাকছি, পুলিশ এগিয়ে আসছেনা। প্রিজাইডিং অফিসারকে ডাকলাম, তারাও নিজেদের চাকরির দোহায় দিয়ে এড়িয়ে যাচ্ছেন।’
এসব বিষয়ে মোবাইল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন জানান, ‘প্রতিটা কেন্দ্রে নৌকার বহিরাগত লোক আছে। আমি যে কয়টি ভোট কেন্দ্রে ঘুরেছি, সবটিতেই একই চিত্র দেখেছি।’
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘কেন্দ্র দখল নিয়ে কয়েকটি অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থলে যাবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’