ঢাকা (রাত ২:৫৩) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চরফ্যাশনে আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার রাত ০১:৩৩, ৯ সেপ্টেম্বর, ২০২২

ভোলার চরফ্যাশন উপজেলায় আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায়; ঐতিহ্যবাহী শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহম্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন উপজেলা পর্যায়ের আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় ও ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন। খেলায় ট্রাইবেকারে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় ৪-২ গোলে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।

চরফ্যাশন উপজেলা আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ শিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে ট্রফি বিতরন করেন চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন-চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান তুহিন, ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বাবুল, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বিপ্লব, শিবার হাট  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মো. শাহে আলম, মো. আবু জাহের, মো. মাকসুদুর রহমান ও জসিম উদ্দিন প্রমূখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন মধ্য আলী গাঁ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT