ঢাকা (সন্ধ্যা ৬:৪৭) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ৫দফা দাবীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০৮:০৭, ২ জুন, ২০২১

বাংলদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২জুন) বিকাল ৫ টায় ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে।

এ কর্মসূচীর দাবীগুলো শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবী, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, ছাত্র-শিক্ষক সকলকে করোনা ভ্যাক্সিনের আওতায় আনা ও সকল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া।

বিক্ষোভ শেষে ছাত্র নেতা উপজেলা কমিটির সভাপতি এনামূল হাসান অনয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন গৌরীপুর আর.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তারেক রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা কবির এ্যানি ও শিক্ষার্থী সালমান মিয়া প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক এমদাদুল হক, উপজেলা কমিটির সদস্য মঞ্জিলা খাতুন, বোকাইনগর ইউনিয়ন শাখার মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বাদল মিয়া ও আনন্দবাজার আঞ্চলিক শাখার ইউনুছ মিয়া।
বক্তারা ৫ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT