ঢাকা (রাত ৪:৫৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ১১:২০, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ফেব্রুয়ারি) রাতে এনটিভির ক্যামেরাপার্সন মাসুদ রানা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত ৩০ জানুয়ারি গৌরীপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের সময় পৌরসভার শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় এনটিভির ক্যামেরাপার্সন মাসুদ রানা ও একাত্তর টিভির ক্যামেরাপার্সন নুরুজ্জামান সংঘর্ষের ছবি তুলতে গেলে দুবৃর্ত্তরা দুই সাংবাদিকের ওপর হামলা করে তাদের আহত করে। হামলার সময় এনটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন বলেন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT