গৌরীপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ সোমবার সন্ধ্যা ০৭:১৭, ১ নভেম্বর, ২০২১
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য রালী বের হয়। র্যালীটি পৌর শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পাবলিক হলে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রইছ উদ্দিন দুলালের সঞ্চলনায় স্থানীয় উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, চলতি অর্থ বছরে ১২ জনের মাঝে ৪ লাখ ৯০ হাজার টাকাসহ মোট ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ১শ টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে, বর্তমানে ৬০ জনসহ মোট ৬২০৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে যার মধ্যে ৩৩৭৮ জন যুবক ও ২৮২৬ জন যুবতী রয়েছে, বর্তমানে ২৮ জন সহ ৪৬৫০জন আত্মকর্মী তৈরী করা হয়েছে যার মধ্যে যুবক ৩০১৪ জন ও যুবতী ১৬৩৬জন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সমাপ্তি করা হয়েছে।
পরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব সংগঠনের নেতৃবৃন্দ, যুবক-যুবতী, যুব প্রশিক্ষণার্থীগণ।
আলোচনা শেষে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।