ঢাকা (রাত ৪:৪১) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে যুবদল নেতার মরদেহ উদ্ধার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ১০:৫৭, ১৪ জুলাই, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদ আহমেদ লিমন (৪৮) ঘরের সিলিং ফ্যানের সাথে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নিজ বাসা থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি পৌর শহরের নিমতলী মহল্লার মৃত ওবায়দুল হাসানের ছেলে। মৃত্যুর পূর্বে লিমন একটি চিরকুট লিখে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্ত্রী সন্তানরা পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন শ্বশুরের বাসায় ছিলো। লিমনের মা সকাল সাড়ে ৬টায় লিমনের ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখে চিৎকার-চেঁচামেচি করলে প্রতিবেশিরা এসে ঘরের ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলতে থাকা মরদেহ মাটিতে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

লিমন এক ছেলে ও এক মেয়ের জনক। সর্বশেষ এলএলবি সনদ পরীক্ষায় ফেল করার ফলেও এমন ঘটনা ঘটাতে পারেন বলে সন্দেহ করছে পরিবারের লোকজন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান-লিমনের মরদেহের পাশ থেকে একটি চিরকুট জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT