গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে দণ্ড
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ শুক্রবার রাত ১১:৪৫, ১ এপ্রিল, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার পৌর শহরে পৌর গোরস্থান ও পশ্চিম দাপুনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই মাদকসেবীকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের বাড়িওয়ালা পাড়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাসেলকে(৩১) ৬ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা ও পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার মৃত তালেব হোসেনের ছেলে মোঃ মানিক মিয়াকে(৩২) ৩ মাস কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাদক বিনষ্ট করা হয়েছে।