ঢাকা (রাত ১১:৩২) মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার রাত ০৮:২১, ২৩ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (পক্ষকাল ব্যাপি) উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর) পৌর হল রুমে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে।

গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ দেওয়ান মাসুদুর রহমান খান সুজনের সভাপতিত্বে ও লাইসেন্স পরিদর্শক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, প্যানেল মেয়র-২ এস এম আলী আহাম্মদ, পৌর নুরুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, দিলুয়ারা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমা বেগম, পৌর ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর, গৌরীপুর সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল সহকারি মুনিমা বিলকিস, এডরার প্রশিক্ষক রোকসানা পারভীন প্রমুখ।

পৌর ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপি গৌরীপুর পৌরসভায় ২৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৬৯ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৮০ জন শিশুকে লাল রঙের ভিাটমিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT