ঢাকা (সকাল ১০:৫০) বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা জবেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।  ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।  Clock শুক্রবার রাত ১১:৪১, ৮ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী আকন্দ (৭৩) আর নেই। তিনি বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…….

পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি দল।

এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শেষ শ্রদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ইউএনও হাসান মারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মোখলেছুর রহমান, আব্দুল হেকিম, আব্দুল মান্নান, ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT