ঢাকা (দুপুর ১:৫৮) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ১০:৫৫, ১ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে রোমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনীখলা এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যার পর গৌরীপুরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রোমানের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোমান মিয়া ঈশ্বরগঞ্জ থেকে সিএনজিযোগে ময়মনসিংহে যাচ্ছিলেন। পথিমধ্যে কলতাপাড়া নামক স্থানে সিএনজিটি একটি অটোরিকসাকে কেটে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রোমান মিয়া।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দূর্ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক-সিএনজি আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT