ঢাকা (বিকাল ৩:৪২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে জেলা পরিষদ সদস্যের হুইল চেয়ার বিতরণ

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার বিকেল ০৫:২৯, ২৫ মে, ২০২১

বয়সের ভারে ন্যুব্জ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নিজ মাওহা গ্রামের মৃত শেখ মিয়া বক্সের ছেলে শেখ সৈয়দ আলী (৭০)। তিনি চলাফেরার শক্তি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অর্থাভাবে পরে হুইল চেয়ারের জন্য বিভিন্নজনের কাছে আকুতি জানান তিনি। অবশেষে স্থানীয় যুবক আজহারুল করিমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন গৌরীপুর থেকে নির্বাচিত ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এইচ. এম খায়রুল বাসার।

বিষয়টি জানতে পেরে উল্লেখিত বৃদ্ধের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে মঙ্গলবার (২৫ মে) সকালে নিজ মাওহা বাজারে হুইল চেয়ারটি হস্তান্তর করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নিজ মাওহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক মিয়া, মাসুদ মিয়া, স্থানীয় ব্যবসায়ী মাজহারুল ইসলাম, মাহাবুব মিয়া প্রমুখ।

এইচ এম খায়রুল বাসার বলেন, শেখ সৈয়দ আলীর চলাচলের কষ্টের কথা জানতে পেরে জেলা পরিষদের অর্থায়নে তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT