ঢাকা (রাত ৯:২৯) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ) ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ) Clock রবিবার ভোর ০৪:১৮, ১১ সেপ্টেম্বর, ২০২২

‘সুস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন’-এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। এ প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে ছাত্র ও ছাত্রীরা অংশ নেয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গৌরীপুরের আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান সভাপতিত্বে; প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন; উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।

পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT