ঢাকা (দুপুর ২:৫৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে ওএমএস কর্মসূচীর উদ্বোধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩৬, ১ সেপ্টেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর পৌরসভায় এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

ওএমএস কর্মসূচীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নাফ, উপজেলা ওএমএস কমিটির সদস্য-সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলারগণ ।

জানা গেছে, এ কর্মসূচীর আওতায় প্রতিজন উপকারভোগী ৩০ টাকা মূল্যে ৫ কেজি করে চাল পাবেন। সপ্তাহে শুক্র ও শনিবার বাদ দিয়ে বাকী ৫দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচীর চাল বিক্রি হবে। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবি’র কার্ডধারী পরিবারগণও মাসে দুইবার করে; এ কর্মসূচীর চাল ক্রয় করতে পারবেন।

গৌরীপুর পৌরসভায় এ কর্মসূচীর ডিলারগণ হলেন-উত্তর বাজার এলাকায় সুশান্ত সাহা, স্টেশন রোড এলাকায় তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকায় আব্দুল মুন্নাফ, কালিপুর দৈনিক বাজার এলাকায় দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যমতরফ এলাকায় ইকরাম হোসেন মামুন।

এ কর্মসূচী সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ওএমএস এর চাল বিক্রির সময় ডিলারদের নিয়ম-নীতি মেনে চলা ও প্রচার-প্রচারণা করার আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT