ঢাকা (সন্ধ্যা ৭:০১) সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার সন্ধ্যা ০৬:২৩, ২৯ আগস্ট, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

সভায় মধ্যরাত থেকে ভোর ছয়টা পর্যন্ত সেচ যন্ত্র চালু রাখার জন্য; নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা ও এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালানো, সেচ বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচেতন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতাও প্রত্যাশা করা হয়।

উপজেলা সেচ কমিটির সদস্য-সচিব ও ময়মনসিংহ জেলা বিএডিসি সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর এজিএম মোঃ আফজাল হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম ও কৃষক প্রতিনিধি এখলাস উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT