ঢাকা (রাত ২:৫৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঈদ সামগ্রী উপহার দেন মেয়র রফিকুল

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বৃহস্পতিবার বেলা ১২:৪৫, ৬ এপ্রিল, ২০২৩

ঈদ উপহার নিয়ে ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঈদ সামগ্রী উপহার দেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
বুধবার বিকালে পাঁচাশি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত এলাকা পরিদর্শন করে ঘরপোড়া মানুষদের সার্বিক খোঁজ-খবর নেন। পরে ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারের ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, কাপড়, কম্বল, সাবান, আলু, পেঁয়াজ, মুড়ি, লবন, ছোলা।
মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ঘরপোড়া মানুষদের শান্তনা দেয়ার ভাষা নেই। তাদের যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সহ-সভাপতি সোহেল রানা খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ ফ্রেব্রুয়ারি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাজ্জাদুল হক নামে এক কৃষক নিহত হয়। ওই ঘটনার জেরে পাঁচাশি গ্রামে অর্ধশতাধিক ঘরে অগ্নিসংযোগ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT