ঢাকা (বিকাল ৫:৪৯) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার দুপুর ০৩:৫৭, ১৭ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে কর্মসূচীতে অংশগ্রহন করেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম দিপু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা আবু কাউছার চৌধুরী রন্টি, জেলা পরিষদ সদস্য এইচ.এম খায়রুল বাসার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা,পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এছাড়াও গৌরীপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। পৌর মেয়রের নেতৃত্বে এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT