ঢাকা (সকাল ৯:০৭) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁ একুশে পরিষদের মানববন্ধন

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock শুক্রবার দুপুর ০৩:৪৮, ২১ মে, ২০২১

ফিলিস্তিনের গাজায় নিরীহ সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নওগাঁ একুশে পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে নওজোয়ান মাঠের সামনে ঘণ্টাব্যাপী একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপত্বিতে এ মানববন্ধন করে স্থানীয় সামাজিক সংগঠন।এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধন থেকে বলা হয়, ফ্যাসিবাদী ইসরায়েলি বাহিনী রমজানের শেষার্ধে এবং ঈদুল ফিতরের দিন পবিত্র বায়তুল মোকাদ্দাসে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালায়। পরবর্তীতে ফিলিস্তিন এলাকায় একাধারে স্থলভাগে তাণ্ডবলীলা ও হত্যাকাণ্ড চালায়, অন্যদিকে বিমান ও রকেট হামলা করে বহু ঘর বাড়ি ধ্বংস করে। নৃশংস ইসরায়েলি বাহিনীর আক্রমণে এ পর্যন্ত ১০০ শিশু ও নারী-পুরুষসহ দুই শতাধিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হাসপাতাল ও মিডিয়া ভবন ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে।

মানববন্ধন থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মানববন্ধনে  আরও বক্তব্য রাখেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, একুশে পরিষদের সাধারণ সম্পাদক এমএম রাসেল, বিন আলী পিন্টু, অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুল ইসলাম, প্রতাপ চন্দ্র সরকার, নাইস পারভিন, মনোয়ার হোসেন লিটন, বিষ্ণু কুমার দেবনাথ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT