গরীবের হক
নিজস্ব প্রতিনিধি বুধবার ১২:১৮, ২১ এপ্রিল, ২০২১
যাকাত
মোঃ বুলবুল হোসেন
দামি গাড়ি বিলাশবাড়ী
হিসাব তোমার পাকা,
যাকাত দেওয়া ফরজ তোমার
দেওয়ার বেলায় ফাঁকা।
পরোপারে দিতে হবে
সবার হিসাব বলে,
জাহান্নামের কষ্ট শুনে
মনটা নাহি গলে।
মাটির তৈরী মানুষ তুমি
এখন কোটিপতি,
গরীব ঘরে যাকাত দিলে
এমন কি হয় ক্ষতি।
হিসাব তোমার সহজ হতো
গরিব হত খুশি,
একটু খানি দান করিলে
মিষ্টি মাখা হাসি।
গরিব খুশি প্রভু খুশি
মুছে যাবে সব পাপ,
গরিব সেদিন সাক্ষ্য দিবে
বিপদে পাবে মাপ।
জন্ম নিলে মরিতে হবে
থাকবে মাটির ঘরে,
এসো আমরা যাকাত দিবো
গরিব দুঃখীর তরে।