ঢাকা (রাত ১:০৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


খালাস পাবেন খালেদা জিয়া-অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

রাজনীতি ২৭৭৪৪ বার পঠিত
অ্যাডভোকেট জয়নাল আবেদীন
অ্যাডভোকেট জয়নাল আবেদীন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার দুপুর ০১:৫৬, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

অ্যাডভোকেট জয়নাল আবেদীন

অ্যাডভোকেট জয়নাল আবেদীন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

তিনি বলেছেন, আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। সেখানে তিনি খালাস পাবেন।

বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জয়নাল আবেদীন বলেন, এই মামলায় কোনো অরজিনাল ডকুমেন্ট দাখিল করা হয়নি। সাজা দেয়ার মতো কোনো উপাত্ত ছিল না। সাজায় আমরা মোটেও খুশি নই।

খালেদা জিয়ার এ আইনজীবী বলেন, ‘আমরা উচ্চ আদালতে গেলে, প্রকৃত ঘটনা তুলে ধরলে আশা করি, উচ্চ আদালত সব বিবেচনা করে খালেদা জিয়াকে খালাস দেবেন’।

এ মামলায় খালেদা জিয়া ছাড়াও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT