ঢাকা (রাত ১:৩৪) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন

কুড়িগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ১১:০৩, ৩০ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভুক্ত না হওয়ায় পূনর্বিবেচনার জন্য মানববন্ধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধনে অংশগ্রহন করে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় প্রতিষ্ঠানটির শিক্ষকরা।মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রশীদ, আশরাফুল আলম, হযরত আলী, রেজাউল হক, মঞ্জুমান আরা বেগম, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিমু আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৩ সালে স্থাপিত মধ্যকুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ১৯৯৫ সালে মাধ্যমিকের পর্যায়ের এমপিও হয়। তারপর থেকে ভালো ফলাফল ও সকল শর্ত পূরণ করেও এবারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিও থেকে বাদ পরে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় প্রতিষ্ঠানটি এমপিও আওতায় নিতে পূনর্বিবেচনা করার দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, কুড়িগ্রাম শহর থেকে ১৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের উচ্চ শিক্ষায় ভাল ফলাফল করে আসছে মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানি। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২২০জন নারী শিক্ষার্থী অধ্যয়ন  করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT