কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি সোমবার দুপুর ০৩:০৯, ৪ নভেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ও পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় পুষ্পমাল্য অর্পণ করেন।
পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুড়িগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, যুগ্ম সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ ।
আলোচনাসভায় বক্তারা বলেন,স্বাধীনতা বিরোধী চক্র সে দিন বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে গুলি করে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।
সকল বক্তা বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।