ঢাকা (বিকাল ৪:৪০) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৩৫, ২৬ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে মূল বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সহ-সভাপতি বীথি চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুব্রতা রায়, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আনাম লাজ, আন্দোলন সম্পাদক কাওছার পারভীন তুহিন, অর্থ সম্পাদক অপনা দে, লিগ্যাল এইড সম্পাদক ঝুমা ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক জুলিয়া জুলকার নাইন রত্নাসহ অন্যান্যরা।

জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশন এর বাৎসরিক অধিবেশন ২০২০ সালে অনুষ্ঠিত হবে। এসময় চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি পালিত হবে। নারী সম্মেলনে বাংলাদেশের বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালেচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ক সংলাপ বৈঠকের জন্য এ সংবাদ সম্মেলন আহবান করা হয়।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, রাজু মোস্তাফিজ, হুমায়ুন কবির সূর্য্য, ফজলে ইলাহী স্বপন, খন্দকার মাহফুজ টিউটর, গোলাম মাসুদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT