ঢাকা (সকাল ৯:১৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে দরিদ্র নারী তাঁতীদের মাঝে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ

কুড়িগ্রামে দরিদ্র নারী তাঁতীদের মাঝে চেক বিতরণ
কুড়িগ্রামে দরিদ্র নারী তাঁতীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বেলা ১২:২৬, ২৭ নভেম্বর, ২০১৯

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামে তাঁত শিল্প কর্মকান্ডে জড়িত দরিদ্র ৭৫জন নারীকে ১০ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম।জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, সলিডারিটি’র নির্বাহী পরিচালক এস.এম হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

জার্মান ভিত্তিক সংগঠন ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় কুড়িগ্রামের স্থানীয় বেসরকারি সংগঠন সলিডারিটি ‘চরের জন্য প্রকল্পে’ ৫হাজার ক্ষুদ্র তাঁত শিল্পকাজে জড়িত দরিদ্র নারীদের উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT