কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১০:২৯, ১০ মার্চ, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: ‘‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১০মার্চ) সকালে র্যালি, আলোচনাসভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।দুপুরে শহরের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের সচেতন করতে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মহরা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা রানী দেব, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার প্রমুখ।